ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শুক্রবার চট্টগ্রাম আসছেন যুবলীগ চেয়ারম্যান

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, জানুয়ারি ৪, ২০১৮
শুক্রবার চট্টগ্রাম আসছেন যুবলীগ চেয়ারম্যান

চট্টগ্রাম: দুই দিনের সফরে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী চট্টগ্রামে আসছেন। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে একটি বেসরকারি বিমানযোগে চট্টগ্রামে আসবেন তিনি।

নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ জানান, শুক্রবার সকালে চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করবেন্।

একইদিন বিকেল ৩টায় লালদীঘি ময়দানে এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে শোকসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।

পরদিন ৬ জানুয়ারি দক্ষিণ জেলার সাতকানিয়া আংশিক ও চন্দনাইশ যুবলীগের উদ্যোগে জোয়ারা রাস্তার মাথায় এবং বোয়ালখালী উপজেলা যুবলীগের উদ্যোগে গোমদণ্ডীতে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে যুবলীগের যুব সমাবেশে যোগ দিবেন।

এসময় ওমর ফারুক চৌধুরীর সাথে উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রীয় নেতৃবৃন্দ সফরসঙ্গী হিসেবে থাকবেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।