ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হালিশহরে গাড়িচাপায় বড়তাকিয়ার চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৫, জানুয়ারি ১, ২০১৮
হালিশহরে গাড়িচাপায় বড়তাকিয়ার চালক নিহত

চট্টগ্রাম: নগরীর হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরি এলাকায় গ্যারেজে গাড়ি রেখে বের হওয়ার সময় আরেকটি গাড়ির নিচে চাপা পড়ে মো. শাহিন (২৩) নিহত হয়েছেন।

রোববার (৩১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, এনাম চৌধুরীর গ্যারেজের পার্কিংয়ে বড়তাকিয়া মটরসের একটি গাড়ি রেখে আসছিলেন হাতিয়ার ওশখালীর বড় মিয়ার বাজার এলাকার মৃত মাহে আলমের ছেলে মো. শাহিন।

এ সময় একই কোম্পানির আরেকটি গাড়ি গ্যারেজে ঢোকানোর সময় তার নিচে চাপা পড়েন শাহিন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।