ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এবার ফ্রুটিকার বোতলে ইয়াবা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এবার ফ্রুটিকার বোতলে ইয়াবা প্রতীকী

চট্টগ্রাম: এবার কোমল পানীয় ফ্রুটিকার বোতলে ভরে পাচারের সময় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।  একইসঙ্গে ইয়াবা বহনকারী দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে নগরীর শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় এনা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে দুটি ফ্রুটিকার বোতলসহ তাদের আটক করে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি-পশ্চিম) মঈনুল ইসলাম বাংলানিউজকে বলেন, ফ্রুটিকার বোতল থেকে কিছু পানীয় ফেলে দিয়ে সেখানে পলিথিনে মোড়ানো ইয়াবা ঢোকানো হয়েছিল।

এরপর আবারও পানীয় দিয়ে বোতলের ছিপিটি মাস্টার গাম দিয়ে ভালোভাবে সেঁটে দেওয়া হয়।   দেখে বোঝার কোন উপায় নেই, সেটি ফ্রুটিকার বোতল নাকি অন্যকিছু।

‘ফ্রুটিকার বোতলগুলো আটক দুইজন বাসের সামনের সিটের ঝুড়িতে রেখেছিল।   সাধারণত যাত্রীরা যেভাবে মিনারেল ওয়াটারের বোতল নিজের সামনে রাখে সেভাবেই।   গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাসে তল্লাশি চালানোর সময় ফ্রুটিকার বোতলগুলো নিয়ে দেখি খুব শক্ত।   সেগুলো নাড়াচাড়া করে ভেতরে পানীয় ছাড়াও অন্যকিছু আছে বলে নিশ্চিত হই।   খোলার পর সেগুলোতে ইয়াবা পাওয়া গেছে। ’

আটক দুজন হলেন কিশোরগঞ্জের মো.সাগর (২৭) এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার রহুল আমিন শেখ (২৪)।

দুজন কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকার দিচ্ছে যাচ্ছিলেন বলে জানিয়েছেন এসি মঈনুল।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।