বিক্ষোভ মিছিলে বার্থ অপারেটর, শিপ হ্যান্ডলিং অপারেটর, টার্মিনাল অপারেটর, জেনারেল কার্গো বার্থের শ্রমিকরা অংশ নেয়। এতে প্রায় দুই ঘণ্টা বন্দরে কাজ বন্ধ থাকে।
সমাবেশে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মীর নওশাদ বলেন, চট্টগ্রাম বন্দর জাতির সম্পদ। আমাদের সঙ্গে চুক্তি করেও তা বাস্তবায়ন করছে না।
কাজ বন্ধ রেখে বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাজ বন্ধ রাখার ইচ্ছে আমাদের ছিল না। সমাবেশের খবর শুনে অনেকে নিজ উদ্যোগে সমাবেশে এসেছে। শিপ হ্যান্ডলিং অপারেটররা সমাবেশে আসতে পারেনি। কিন্তু তারা কয়েক ঘণ্টা কাজ বন্ধ রেখে সংহতি প্রকাশ করেছে।
নওশাদ জানান, বন্দরের ৫ ক্যাটাগরিতে শ্রমিকরা কাজ করেন। ৪ ক্যাটাগরির শ্রমিক সব ধরনের সুবিধা পেলেও ক্রেন অপারেটররা পায় না। নৌপরিবহন মন্ত্রী চুক্তি বাস্তবায়নের জন্য আদেশ দিয়েছেন। এরপরও বাস্তবায়ন হচ্ছে না।
বাংলাদেশ সময়: ২২০০ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এমইউ/টিসি