সিলগালা করে দেওয়া করাত কল। ছবি: বাংলানিউজ
কক্সবাজার: কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে ১০ করাত কলে অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২ থেকে বিকেল ৩ পর্যন্ত সদরের সহকারী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. নাজিম উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ, বিজিবি, আনসার, তহসিলদার অফিসের কর্মকর্তাদের নিয়ে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় বাজারের পান বাজার এলাকায় সরকারি খাস জমি দখল করে টিন দিয়ে ঘেরা করা রাখা সীমানা উচ্ছেদ ও স্থাপিত দোকান ঘরে সিলগালা দেওয়া হয়।
পরে বাঁশঘাটা ও বংকিম বাজার এলাকায় অবস্থিত দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন করাত কলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। একই সময় জামাল, কামাল, হুমায়ন, কায়েস,বশির আহম্মদ, মুসলিম, আহম্মদ ছৈয়দ,আশু আলী মাঝি,নজরুল, আবুল হোসেনের মালিকাধীন করাত কলে সিলগালা করে দেওয়া হয়।
এসিল্যান্ড নাজিম উদ্দীন বাংলানিউজকে জানান, ঈদগাওকে যানজট মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ প্রায় ৮০% হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
টিটি/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।