ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে চমেকে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে চমেকে ভর্তি প্রতীকী ছবি

চট্টগ্রাম: কক্সবাজারের চকরিয়ার কোনাখালী এলাকায় মোটরসাইকেল ও ম্যাজিক গাড়ির (টেম্পু ধরণের) মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয়া দুই কিশোরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুই কিশোর হল উপজেলার ইসলামপুরের জয়নাল আবেদিনের পুত্র বেলাল উদ্দিন (১৭)ও একই এলাকার অলিউর রহমানের পুত্র ওসমান (১৮)।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে বিকেল তিনটার দিকে চমেকে আনা হয়। তাদের অবস্থা গুরুতর।

তাদের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মোটরসাইকেল ও ম্যাজিক গাড়ির সংঘর্ষে এই দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারলেও আহতরা কোন গাড়িতে ছিলেন তা নিশ্চিত করতে পারেননি আলাউদ্দিন তালুকদার।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।