এই দুই কিশোর হল উপজেলার ইসলামপুরের জয়নাল আবেদিনের পুত্র বেলাল উদ্দিন (১৭)ও একই এলাকার অলিউর রহমানের পুত্র ওসমান (১৮)।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে বিকেল তিনটার দিকে চমেকে আনা হয়। তাদের অবস্থা গুরুতর।
মোটরসাইকেল ও ম্যাজিক গাড়ির সংঘর্ষে এই দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারলেও আহতরা কোন গাড়িতে ছিলেন তা নিশ্চিত করতে পারেননি আলাউদ্দিন তালুকদার।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
টিএইচ/টিসি