ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের নতুন কমিটি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, ডিসেম্বর ২৪, ২০১৭
চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের নতুন কমিটি নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চকরিয়া-পেকুয়ার শিক্ষার্থীদের সংগঠন ‘চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম’ এর নতুন কমিটি গঠিত হয়েছে।

২০১৭-১৮ সেশনের জন্য সম্প্রতি ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন উক্ত ফোরামের উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মোহাম্মদ মিজানুর রহমানকে সভাপতি এবং রাজনীতি বিভাগের আমান উল্লাহ্ আমানকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে।

এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে তৌহিদুল ইসলাম জিমেল, সহ সভাপতি হিসেবে ফোরকানুল ইসলাম, হোসাইন মো. জাকারিয়া, আবু হাসনাত মো. তানভির ও মুবিনুল হককে মনোনিত করা হয়েছে।

অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোকাদ্দেস আলম, মাহফুজুল হুদা লোটাস ও এহসানুল হক, সাংগঠনিক সম্পাদক পদে শা্হ্ নেওয়াজ সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুজ্জামান ফাহাদ, প্রচার সম্পাদক পদে খাঁন মো. মাঈনুদ্দিন, দপ্তর সম্পাদক পদে মামুনুর রশীদ মামুন ও অর্থ সম্পাদক পদে আরমান হোসেনকে মনোনিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।