বুধবার (২৩ আগস্ট) বাকলিয়ার নূর নগর হাউজিং এস্টেটে কর্ণফুলী পশুর হাট উদ্বোধনকালে মেয়র এ হুঁশিয়ারি দেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রশাসন সার্বক্ষণিকভাবে শান্তিশৃঙ্খলা রক্ষাসহ চাঁদাবাজি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে।
সমাবেশে সভাপতিত্ব করেন হাটের ইজারাদার আবদুল মোনাফ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও শিল্পপতি সামসুল আলম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কাউন্সিলর হারুন উর রশিদ, এম আশরাফুল আলম, সাইফুদ্দিন খালেদ, নগর আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ টিপু, শ্রমিকনেতা বখতিয়ার উদ্দিন খান, ইজারাদার মো. সোলায়মান।
এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থায়ী বাজারের মধ্যে ৬ কোটি ২৫ লাখ টাকায় সাগরিকা গরুর বাজার, ১ কোটি ৫২ লাখ ৭৮৬ টাকায় বিবিরহাট গরুর বাজার ইজারা দেওয়া হয়েছে।
এ ছাড়া কোরবানির আগে ১০ দিনের জন্য অস্থায়ীভাবে ২ কোটি ১৮ লাখ টাকায় কর্ণফুলী পশুর হাট, ৯২ লাখ ১ হাজার টাকায় স্টিল মিল পশুর হাট, ৩৩ লাখ ৮১ হাজার টাকায় পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ (কাঠগড়) পশুর হাট, ২৮ লাখ ৬২ হাজার ১০০ টাকায় সল্ট গোলা পশুর হাট, ১৮ লাখ ৫ হাজার ৭৮৬ টাকায় পোস্তারপাড় স্কুল মাঠে ছাগলের হাট, ৭১ হাজার টাকায় কমল মহাজন হাট ইজারা দেওয়া হয়েছে।
ইজারদারদের দাবি, কোরবানিকে সামনে রেখে নগরীর বিভিন্ন স্থানে অবৈধ পশুর হাট বসানোর হিড়িক পড়ে। এতে ক্রেতারা বৈধ বাজার থেকে পশু কম কেনায় লোকসান দিতে হয় ইজারাদারদের।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এআর/টিসি