ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শীতের ভোরে নগর ঘুরে

বাংলানিউজের লেন্সে ফিশারিঘাটের ভোর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৯, জানুয়ারি ১০, ২০১৭
বাংলানিউজের লেন্সে ফিশারিঘাটের ভোর বাংলানিউজের লেন্সে ফিশারিঘাটের ভোর

চট্টগ্রাম: মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর।  পুরো শহর তখনো ঘুমিয়ে।  শীতের ভোরে চট্টগ্রাম নগরের চিত্র তুলে ধরতে নগরীর আনাচে কানাচে ঘুরেছে বাংলানিউজ টিম। 

কর্ণফুলী নদী, ফিশারিঘাট থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর এলাকায় পর্যন্ত ঘুরে বেরিয়েছে বাংলানিউজের চোখ।   এসময় বাংলানিউজের লেন্সে বন্দী কিছু মুহূর্ত পাঠকদের জন্য তুলে ধরা হলো।

বাংলানিউজের লেন্সে ফিশারিঘাটের ভোর

নগরীর ফিরিঙ্গিবাজারের ফিশারিঘাট বাজার। দেশের অন্যতম বৃহৎ কাঁচা মাছের বাজার।

বাংলানিউজের লেন্সে ফিশারিঘাটের ভোর

একই সঙ্গে মিঠা (স্বাদু) ও লোনা (লবণাক্ত) পানির বাজার এটি। হেন কোন মাছ নেই যা পাওয়া যায় না ফিশারিঘাট বাজারে। বাংলানিউজের লেন্সে ফিশারিঘাটের ভোর

শীতের ভোরে ঠাণ্ডার মধ্যে অনেক শিশুই যখন পরম মমতা আর আয়েশে ঘুমের তৃপ্তি নিচ্ছে তখন বরফ কুড়িয়ে জীবন চলে শ’খানেক শিশুর। ফিশারিঘাটে গিয়ে দেখা মেলে এমন কিছু শিশুর। বাংলানিউজের লেন্সে ফিশারিঘাটের ভোর

ভোরের আলো ফোটার আগেই চোখ মুছতে মুছতে ফিশারিঘাটে চলে আসে তারা। বরফ কুড়িয়ে টুকরিতে ভরে। তারপর সেই বরফ বিক্রি করে টাকা নিয়ে ফিরে যায় বাসায়। এভাবেই কাটে তাদের দিন। বাংলানিউজের লেন্সে ফিশারিঘাটের ভোর

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।