বোয়ালখালী থানা সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি দিনগত রাতে চকরিয়ার বিবিরখীল পহরচাঁদ বড়ইতলী গ্রামের আবু ইউছুপ বোরহানের গোয়াল থেকে ৪টি গরু পিকআপ ভ্যানে করে নিয়ে যায় চোরের দল। এসময় চোরদের ধাওয়া দিলেও স্থানীয়রা ধরতে পারেননি।
এর সূত্র ধরে গাড়ি মালিকের কাছে গেলে তিনি ওই দিনের গাড়ির চালক চকরিয়া খৈয়ার বিল ইউনিয়নের সোহেল বাহারের কথা জানায়।
রোববার চকরিয়া থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম খানের সহযোগিতায় ও বোয়ালখালী থানা পুলিশের মাধ্যমে উপজেলার উত্তর গোমদন্ডী বাংলা পাড়ার আলী সারেংয়ের বাড়ির আবু তৈয়বের গোয়াল ঘর থেকে ১৯টির মধ্যে ৭টি ও তার ভাই বাদশা মিয়ার গোয়াল ঘর থেকে চারটি গরু উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, আবু তৈয়ব ও বাদশা পলাতক রয়েছেন। দুদিনের অভিযানে উদ্ধার করা চোরাই গরুর মধ্যে চারটি চকরিয়া। বাকিগুলো চন্দনাইশসহ বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে বলে শোনা যাচ্ছে। গরুর মালিক এসে শনাক্ত করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এআর/টিসি