ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপিতে দেবদাসের চেয়ারে তানভীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, জানুয়ারি ৯, ২০১৭
সিএমপিতে দেবদাসের চেয়ারে তানভীর  সালেহ মো.তানভীর ও দেবদাস ভট্টাচার্য (ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

চট্টগ্রাম: নগর পুলিশের তিন অতিরিক্ত কমিশনারের দায়িত্বে রদবদল আনা হয়েছে।  সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার এই রদবদলের আদেশ দিয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্যকে ট্রাফিক বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

ট্রাফিক বিভাগে থাকা মাসুদ-উল-হাসানকে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বে বসানো হয়েছে।

অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সালেহ মো.তানভীরকে অপরাধ ও অভিযান বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।