ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৪, জানুয়ারি ৬, ২০১৭
সীতাকুণ্ডের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চট্টগ্রাম: সীতাকুণ্ড থানাধীন মুরাদপুর ফকিরহাট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আফিকুর রহমান (১২) নামের এক শিশু মর্মান্তিকভাবে নিহত হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ গাড়িটি আটক করেছে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জসিম বাংলানিউজকে জানান, নিহত আফিকুর রহমান নলুয়া পাড়ার আবুল কাসেমের ছেলে। সে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদেক মাস্তান মাজারের পূর্ব পাশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পুলিশি কার্যক্রম শেষে নিহত শিশুর পরিবার মামলা করতে অপারগতা প্রকাশ করায় বিনা ময়নাতদন্তে দাফনের জন্য মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।