ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ড.মহীবুলসহ ৫জন পাচ্ছেন সিসিসি সাহিত্য পুরস্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
ড.মহীবুলসহ ৫জন পাচ্ছেন সিসিসি সাহিত্য পুরস্কার

চট্টগ্রাম: সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য অমর একুশ উপলক্ষে প্রথম বারের মতো সাহিত্য পুরস্কার দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

কবিতা, কথা সাহিত্য, শিশু সাহিত্য, প্রবন্ধ ও গবেষণা এবং বিশ্ব সাহিত্য এ পাঁচ শাখায় অবদানের জন্য চট্টগ্রামের বিশিষ্ট ৫ সাহিত্যিককে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

  

জুরী বোর্ডের সিদ্ধান্তে চট্টগ্রামের মনোনীত সাহিত্যিকরা হলেন- কবিতায় স্বপন দত্ত, কথা সাহিত্যে ফেরদৌস আরা আলীম, শিশু সাহিত্যে ফাহমিদা আমিন, প্রবন্ধ ও গবেষণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.মহীবুল আজিজ, বিশ্ব সাহিত্যে মুহাম্মদ নাসির উদ্দিন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


আগামী ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে নগরীর মুসলিম হল প্রাঙ্গণে সিটি কর্পোরেশন আয়োজিত বই মেলার আলোচনা মঞ্চে মনোনীত ৫ সাহিত্যিকের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

ওই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।