ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘চর্মরোগ থেকে রেহাই পেতে পরিচ্ছন্ন থাকা জরুরি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৭, মে ১১, ২০২৫
‘চর্মরোগ থেকে রেহাই পেতে পরিচ্ছন্ন থাকা জরুরি’ ...

চট্টগ্রাম: দেশের প্রত্যন্ত এলাকায় চর্মরোগ বাড়ছে। ত্বকের অনেক রোগেই চুলকানি খুব সাধারণ উপসর্গ।

কিন্তু যেসব চর্মরোগে চুলকানির উপসর্গ থাকে তার মাত্র আনুমানিক ১ শতাংশ রোগ অ্যালার্জিজনিত হয়ে থাকে, বাকি ৯৯ শতাংশ রোগেরই অ্যালার্জির সঙ্গে কোনো সম্পর্ক থাকে না।

হাটহাজারীর ধলই গ্রামে শনিবার (১০ মে) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প শুরুর পূর্বে আলোচনা সভায় এসব কথা বলেন চিকিৎসকরা।

ধলই ফেদাই চৌধুরী নুরানী মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজি’র আয়োজনে এই চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক প্রো ভিসি প্রফেসর ডা. শহিদুল্লাহ সিকদার, ইমপেরিয়াল হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডা. মাহাবুব উল আলম চৌধুরী, মা ও শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা.শামসুন নাহার বিনতে মান্নান, বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির ওয়েলফেয়ার সেক্রেটারি ডা. সাজিয়া আফরিন সহ চর্ম, মেডিসিন, ইএনটি ও বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।

এর আগে অতিথি চিকিৎসকদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন। স্বাগত বক্তব্য দেন ফেদাই চৌধুরী নুরানী মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি কামরুল হাসান ও ডা.সেকান্দর শাহ ফাউন্ডেশনের পরিচালক এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ।

বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির প্রেসিডেন্ট প্রফেসর ডা. শহিদুল্লাহ সিকদার বলেন, ডার্মাটোলজির চিকিৎসকরা প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে। বিভিন্ন কারণে চর্মরোগ হতে পারে। তবে কিছুটা সচেতন হলে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে চর্মরোগ থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। পাশাপাশি প্রচুর পরিমাণে শাক-সবজি, ফল-মূল এবং পানি পানের অভ্যাস গড়ে তুলতে হবে।

এ আয়োজনে তিনশ জনেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।  

মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে, যাতে সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মে ১১, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।