চট্টগ্রাম: ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ অর্থবছরের আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৪ শিক্ষার্থীদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ মে) চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে দিনব্যাপি প্রতিযোগিতা উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল হোসেন।
জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দিন বাবর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষক সাবেক জাতীয় অ্যাথলেট ও সাংবাদিক সোহেল সরওয়ার, প্রভাষক সাইফুল্লাহ মুনিরসহ শারিরীক শিক্ষা কলেজ এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চলমান অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শিক্ষার্থীসহ চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ১২, ২০২৫
এসি/টিসি