ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপে চ্যাম্পিয়ন কক্সবাজার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, মে ১১, ২০২৫
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপে চ্যাম্পিয়ন কক্সবাজার ...

চট্টগ্রাম: বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে কক্সবাজার জেলা ফুটবল দল।

রোববার (১১ মে) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে স্বাগতিক জেলা দল ১-০ গোলে কুমিল্লা জেলা দলকে হারিয়ে এ গৌরব অর্জন করে।

কক্সবাজারের জয়ের নায়ক ১৯ নম্বর জার্সিধারী স্ট্রাইকার আমীর হাকিম বাপ্পি। ম্যাচের ৪৪ মিনিটে বাপ্পি কুমিল্লার ডি-বক্সের বাইর থেকে দুর্দান্ত শটে দলের হয়ে শিরোপা নির্ধারণী গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে কুমিল্লা গোল পরিশোধে প্রাণপণ চেষ্টা চালিয়ে বেশ কয়েকটি বিক্ষিপ্ত আক্রমণেও মনির, মিনহাজ, হেলালদের নিয়ে গড়া কক্সবাজারের ডিফেন্স লাইন ভাঙতে পারেনি। উল্টো দ্বিতীয়ার্ধের শেষক্ষণে কক্সবাজারের বদলি সাইফ গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে মেরে দিনের সহজ সুযোগ মিস করেন।

এদিকে ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আবদুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

এদিকে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দলের অংশ গ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন কক্সবাজার জেলা দলের গোলরক্ষক সাঈদী ও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন একই দলের মিডফিল্ডার কৌশিক বড়ুয়া।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১১, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।