চট্টগ্রাম: হাটহাজারী-রাউজান সড়কে বাসচাপায় নিহত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সুহেল চৌধুরী। তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে বুধবার (৮ অক্টোবর) চট্টগ্রাম উত্তর জেলায় সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে এ ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুফতি কামরুল ইসলাম।
তিনি বলেন, আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নাছির মুনিরও উপস্থিত ছিলেন।
বিই/টিসি