ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাসচাপায় হেফাজত নেতা নিহত, বুধবার চট্টগ্রাম উত্তর জেলায় অবরোধের ডাক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, অক্টোবর ৭, ২০২৫
বাসচাপায় হেফাজত নেতা নিহত, বুধবার চট্টগ্রাম উত্তর জেলায় অবরোধের ডাক বুধবার চট্টগ্রাম উত্তর জেলায় অবরোধের ডাক দিয়েছে হেফাজত

চট্টগ্রাম: হাটহাজারী-রাউজান সড়কে বাসচাপায় নিহত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সুহেল চৌধুরী। তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে বুধবার (৮ অক্টোবর) চট্টগ্রাম উত্তর জেলায় সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে এ ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুফতি কামরুল ইসলাম।  

তিনি বলেন, আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

স্বৈরাচার আওয়ামী লীগের সময় দুইবার গুম করা হয়েছিল। মাওলানা সুহেল চৌধুরী মোটরসাইকেল যোগে আসার সময় পেছন দিক থেকে সুপরিকল্পিতভাবে বাস চাপা দিয়েছে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা বুধবার সকাল-সন্ধ্যা চট্টগ্রাম উত্তর জেলা অবরোধের ডাক দিয়েছি।

এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নাছির মুনিরও উপস্থিত ছিলেন।  

বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।