ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ: সরওয়ার আলমগীর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৩, অক্টোবর ৭, ২০২৫
বিএনপির ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ: সরওয়ার আলমগীর 

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপির ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ। এ সনদ বাস্তবায়ন হলে দেশে আর কোনো সমস্যা থাকবে না।

বিএনপি ক্ষমতায় গেলে এ সনদ বাস্তবায়িত হবে। আমাদের নেতা তারেক রহমান এ সনদ বাস্তবায়ন করবেন।
কারণ তিনি দেশ এবং দেশের মানুষকে ভালবাসেন।

সোমবার (৬ অক্টোবর) ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও বিএনপির সদস্য নবায়ন এবং সংগ্রহ কর্মসূচি উপলক্ষে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ফকিরহাটে কর্মী সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ এখন নির্বাচনমুখী। মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। এ পরিস্থিতি আমাদের ধরে রাখতে হবে।  

সোহরাব জব্বার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, জেলা কৃষক দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন প্রমুখ।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।