ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আলুবোঝাই ট্রাক খাদে, চালক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, অক্টোবর ১, ২০২৫
আলুবোঝাই ট্রাক খাদে, চালক নিহত  আলুবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত 

চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি আলুবোঝাই ট্রাক খাদে পড়ে চালক ইদ্রিস মহাজন (৪৮) নিহত হয়েছেন।  

ইদ্রিস মহাজন ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া এলাকার মৃত সুলতান মহাজনের ছেলে।

বুধবার (১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মীরসরাই ফায়ার সার্ভিসের টিম লিডার হায়াতুন নবী বাংলানিউজকে বলেন, ভোরে উপজেলার কমলদহ এলাকায় আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।

এতে ট্রাকচালক ইদ্রিস মহাজন ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।  

বিই/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।