চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার হাবিবুর রহমান জিহাদ নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় দুজনকে রক্তমাখা অটোরিকশা বিক্রির সময় আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।
আটকরা হলেন- সন্দ্বীপ উপজেলা মুছাপুর ইউনিয়নের কান্তিরহাট গ্রামের মো. মহিউদ্দিন বাপি (২২) ও হারামিয়া ইউনিয়নের মো. রাজিব প্রকাশ মানিক (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদ মঙ্গলবার রাতে অটোরিকশা নিয়ে বাসায় ফিরছিল। পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা চার-পাঁচজন ছিনতাইকারী তার গাড়ি গতিরোধ করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জিহাদ বাধা দিলে তারা জিহাদকে গলা কেটে হত্যা করে। এরপর তারা রক্তমাখা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা অটোরিকশার সন্ধান শুরু করলে বুধবার সকালে মাদামবিবিরহাট এলাকায় দুজনকে রক্তমাখা অটোরিকশা বিক্রির সময় আটক করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাতে সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকায় হাবিবুর রহমান জিহাদকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বুধবার সকালে মাদামবিবিরহাট এলাকায় অটোরিকশা বিক্রির সময় দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পুলিশ দুজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। জিহাদ হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এমআই/এসআরএস/টিসি