ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুই ছাত্র উপদেষ্টা এনসিপির প্রতিনিধি হিসেবে সরকারে নেই: হাসনাত আবদুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, মে ২৫, ২০২৫
দুই ছাত্র উপদেষ্টা এনসিপির প্রতিনিধি হিসেবে সরকারে নেই: হাসনাত আবদুল্লাহ ...

চট্টগ্রাম: বিচার, সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা মানুষকে জানানোর জন্য এবং গণমানুষের ভাবনা জানতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পথসভা করছে বলে জানিয়েছেন সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২৫ মে) সকালে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যান থেকে পথসভা কর্মসূচি শুরুর প্রাক্কালে তিনি এ কথা বলেন।

দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা জানিয়েছি- যে দুজন ছাত্র উপদেষ্টা সরকারে রয়েছে, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এই সরকারের প্রতিনিধিত্ব করছেন। তারা কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি বা এনসিপির প্রতিনিধি হিসেবে সরকারে নেই।

তাদের এনসিপির সঙ্গে যুক্ত করা হচ্ছে, আমরা এটার নিন্দা জানিয়েছি।

হাসনাত বলেন, যখনই জাতীয় সংকট এসেছে, দেশি-বিদেশি বা অভ্যন্তরীণ দেশবিরোধী কোনো ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে, আমরা গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিরোধ করেছি। জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত আছে।

এসময় উপস্থিত ছিলেন এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আরমান হোসাইন, সংগঠক আজিজুর রহমান রিজভী প্রমুখ। এরপর শুরু হয় পথসভা কর্মসূচি।

চট্টগ্রামে এনসিপির মিডিয়া উইংয়ের মুখপাত্র আরাফাত আহমেদ রনি জানান, সকাল ৯টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক, সকাল ১০টায় আনোয়ারার চাতুরী চৌমুহনী, বেলা সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা চত্বর, দুপুর দেড়টায় সাতকানিয়ার কেরানীহাট, দুপুর ২টায় লোহাগড়া উপজেলার আমিরাবাদ, বিকেল সাড়ে ৩টায় চন্দনাইশের দোহাজারী পৌরসভা, বিকেল ৪টায় চন্দনাইশ পৌরসভা, বিকেল ৫টায় পটিয়া উপজেলা কলেজ গেইট মোড়, সন্ধ্যা ৬টায় বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতলে পথসভা আয়োজন করা হয়েছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।