চট্টগ্রাম: চন্দনাইশে অস্ত্রসহ জুবায়ের আরেফিন (২৮) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
রোববার (২৫ মে) ভোরে উপজেলার সাতবাড়িয়া থেকে চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, চন্দনাইশ উপজেলাধীন ৯ নম্বর সাতবাড়ীয়া ইউনিয়ন নাজিরহাট নগরপাড়ার নিজ বাড়িতে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী।
এ সময় মোহাম্মদ জাফরের ছেলে শীর্ষ সন্ত্রাসী জুবায়ের আরেফিনকে আটক করা হয়।
চন্দনাইশ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, শীর্ষ সন্ত্রাসী জুবায়ের আরেফিনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।
বিই/টিসি