ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে ভাঙচুর-হামলার ঘটনায় গ্রেপ্তার ৩৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, এপ্রিল ২৪, ২০২৫
চান্দগাঁওয়ে ভাঙচুর-হামলার ঘটনায় গ্রেপ্তার ৩৩ গ্রেপ্তার ৩৩ আসামি

চট্টগ্রাম: নগরের চান্দগাঁওয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও কাজে বাধা প্রদানের অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে নগরের বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন, মোশারফ হোসেন (৩২), মো. আব্দুর শুক্কুর (৫৬), মো. মিরাজ (৩৪), মোঃ সাইফুল ইসলাম (২০), মো. সাকিব (১৯), মো. ইসমাইল (২০), মো. সিদ্দিক (২৫), মো. রাসেল (২৩), মো. মিঠুন (২৭), মো. এরশাদ (৪৩), শহিদুল ইসলাম শাকিল (২৮), রহমত আলী (২০), মো. রিয়াজ (৩২), মো. সিরাজুল ইসলাম (৩৭), মো. আমান উল্লাহ (৩২), মো. সেলিম (৪২), মো. আব্দুল্লাহ (২৬), সাইফুল ইসলাম (২৮), মো. তুষার (২৮), মো. মানিক মিয়া (১৯), মো. ইমাম হোসেন (২১), মো. উজ্জ্বল (৩২), মো. ইসমাইল (২৬), মো. মাকসুদ (২৮), মো. মিজান (৩৮), মো. মাজেদ (৩২), মো. রুবেল (২৫), বিজয় (২২), মো. রাব্বি (২৩), মো. ইমন (২৫), মো. আকবর (৩০) ও মো. শফিক (৩৫)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও কাজে বাধা প্রদানের ঘটনায় দায়ের করা মামলায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।