ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদেশি মদসহ ১ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, এপ্রিল ২৪, ২০২৫
বিদেশি মদসহ ১ জন গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের ইপিজেড এলাকা থেকে ১৬৮ লিটার বিদেশি মদসহ মো. সবুজ মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ইপিজেড থানাধীন আকমল আলী বেড়িবাঁধ স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ মিয়া আকমল আলী খাল পাড় থেকে বিদেশি মদ (হুইস্কি) সংগ্রহ করে শহরের বিভিন্ন বারে বেশি দামে বিক্রি করতেন বলে জানিয়েছেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান জানান, অভিযান চালিয়ে বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।