চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে হাসপাতালের ৩৩ নম্বর গাইনী ওয়ার্ড থেকে এই দালালদের আটক করা হয় বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক।
আটককরা হলেন, সোহেল রানা (২৪), ইমতিয়াজ আহমেদ (২১), মো. ইমন (২৪)।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই ৩ ব্যক্তি।
এর আগে গত ১৪ ডিসেম্বর এক দালালকে আটক করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এমআর/পিডি/টিসি