ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতাল থেকে ৩ দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, ডিসেম্বর ২০, ২০২২
চমেক হাসপাতাল থেকে ৩ দালাল আটক

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে হাসপাতালের ৩৩ নম্বর গাইনী ওয়ার্ড থেকে এই দালালদের আটক করা হয় বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক।

আটককরা হলেন, সোহেল রানা (২৪), ইমতিয়াজ আহমেদ (২১), মো. ইমন (২৪)।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই ৩ ব্যক্তি।

তারা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো। বুধবার সকালে তাদের গাইনী ওয়ার্ড থেকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৪ ডিসেম্বর এক দালালকে আটক করে পুলিশ।

 বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।