ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কারাগারে কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
কারাগারে কয়েদির মৃত্যু

চট্টগ্রাম: কেন্দ্রীয় কারাগারের মো. আলী প্রকাশ আব্দুস শুক্কুর (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।  

রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

কয়েদি মো. আলী নগরের চান্দঁগাও থানার দক্ষিণ মোহরা মনির আহাম্মদ বাড়ী মৃত নুরুল ইসলামের ছেলে।  

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. এমরান হোসেন মিঞা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও কারাগার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ অক্টোবর চান্দগাঁও থানার মাদক মামলায় কারাগারে আসেন কয়েদি মো.আলী । এ মামলায় চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা ৫ম আদালত  মাদকের মামলায় ২ বছর বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন ২০২১ সালের ১৭ অক্টোবর। মো.আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।  

রোববার রাতে কারাগারে মো. আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।  প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত পৌনে একটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।