ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফুটবলপ্রেমীর উল্লাসে কাঁপল জামালখান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৫, ডিসেম্বর ১৮, ২০২২
ফুটবলপ্রেমীর উল্লাসে কাঁপল জামালখান নগরের জামাল খান মোড়ে খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীরা।

চট্টগ্রাম: হাজারো ফুটবলপ্রেমীর উল্লাসে কাঁপল জামালখান। নারীসহ নানা বয়সী মানুষ খেলা শুরুর কয়েক ঘণ্টা  আগেই সড়কে বসে পড়েন।

অনেকের হাতে মেসির দেশ আর্জেন্টিনার পতাকা, গায়ে জার্সি। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল বড় স্ক্রিনে উপভোগ করতে নগরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন তাঁরা।

রোববার (১৮ ডিসেম্বর) রাতের চিত্র এটি। দর্শকের চাপে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বড় স্ক্রিনের উদ্যোক্তা ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বাংলানিউজকে বলেন, বিশ্বকাপের ফাইনাল সবাই মিলে উৎসবমুখর পরিবেশে উপভোগের জন্যই এ আয়োজন। আমরা পর্যাপ্ত স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করেছি। শান্তিপূর্ণ পরিবেশে সবাই খেলা উপভোগ করছেন।

খেলা দেখতে আসা গৃহিণী নাসরিন সুলতানা বাংলানিউজকে বলেন, বড় পর্দায় ফাইনাল দেখতে এসেছি। এখানে স্টেডিয়ামে বসে খেলা দেখার মতো আনন্দ হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।