ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘বিজয় উৎসব’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, ডিসেম্বর ১৭, ২০২২
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘বিজয় উৎসব’

চট্টগ্রাম: প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে পাঁচদিন ব্যাপী ‘বিজয় উৎসব’শীর্ষক বিজয় কনসার্ট ও চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়া ক্যাম্পাসে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই বিজয় উৎসবের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন ও উদ্বোধক ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাসির উদ্দীন ইউসুফ।

প্রধান অতিথি প্রফেসর ড. অনুপম সেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। ১৬ ডিসেম্বর হলো বাঙালির বিজয় অর্জনের দিন।

বাঙালির হাজার বছরের ইতিহাসে এই দুটো দিনের সমতুল্য আর কোনো দিন নেই।  

তিনি আরও বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাঙালিরা পাকিস্তানি ঔপনিবেশিক শাসনে ছিল। তারা চরম অর্থনৈতিক শোষণের শিকার ছিল। বাংলাদেশের অর্থনীতিকে শোষণ করেই পশ্চিম পাকিস্তান গড়ে তোলা হয়েছিল। বঙ্গবন্ধু এই শোষণের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে বাঙালিকে প্রথম একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়ার মর্যাদা এনে দিয়েছেন। তিনি বাঙালির ইতিহাসে অনশ্বর হয়ে থাকবেন।

উদ্বোধকের বক্তব্যে নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার জন্য তার প্রথম যুদ্ধ হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শত শত বছর পরাধীন থাকা বাঙালিকে স্বাধীনতা দেওয়ার জন্য পাকিস্তান আমলে দীর্ঘ ২৩ বছর আন্দোলন-সংগ্রাম করেন। তারপর এই মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।  

১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ বিজয় কনসার্ট চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার অধ্যাপক একেএম তফজল হক ও রেজিস্ট্রার খুরশিদুর রহমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।