ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বেলুন উড়িয়ে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
বেলুন উড়িয়ে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ছবি: শোয়েব মিথুন

শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। কিন্তু করোনা পরিস্থিতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেনি।

 

উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন না করলেও বাউন্ডারি সীমানার পাশে বেলুন উড়িয়ে মঙ্গলবার (২৪ নভেম্বের) বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের উদ্বোধন করা হয়।

ছবি: শোয়েব মিথুন

মিরপুরে উদ্বোধনী ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বেক্সিমকো ঢাকা।  দুপুর দেড়টায় শুরু হয় ম্যাচটি। উদ্বোধনী দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় জেমকন খুলনার মুখোমুখি হবে ফরচুন বরিশাল।

ছবি: শোয়েব মিথুন

এই ম্যাচ দিয়ে জেমকন খুলনার হয়ে মাঠে নেমে এক বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ছবি: শোয়েব মিথুন

করোনার কারণে স্টেডিয়ামের গ্যালারি দর্শকশূন্য রাখা হয়েছে। দর্শকদের বসার স্থানে বসানো হয়েছে অংশগ্রহণকারী পাঁচটি দলের লোগা সম্বলিত বড় আকৃতির ব্যানার।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।