ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

শ্রীলঙ্কা সফর হলেও অক্টোবরে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট

স্টাফ করেপসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
শ্রীলঙ্কা সফর হলেও অক্টোবরে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। ছবি: শোয়েব মিথুন

করোনা ভাইরাসের কারণে গত মার্চের পর থেকে আর কোনো ঘরোয়া লিগের ম্যাচ মাঠে গড়ায়নি। ফলে প্রায় ছয় মাসের বেশি সময় ধরে ক্রিকেটি খেলা হচ্ছে না।

তবে এবার সেই অপেক্ষার পালা শেষ। আগামী অক্টোবর মাসেই ফিরছে ঘরোয়া ক্রিকেট।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে গেলেও ঘরোয়া ক্রিকেট হবে, সফরে না হলেও ঘরোয়া ক্রিকেট মাঠে গড়াবে।

প্রধান নির্বাহী বলেন, 'দেখুন আমাদের কিছু অভ্যন্তরীণ প্ল্যান তো অবশ্যই আছে। এই সিরিজ যদি কন্টিনিউ না করি সেক্ষেত্রে আমাদের অন্য প্ল্যান আছে। আমাদের কিন্তু এখন পর্যন্ত প্ল্যান আছে যে আমরা দুটোই চালিয়ে যাবো। যদি এই সিরিজটা করি তারপরও ঘরোয়া ক্রিকেট শুরু করার পরিকল্পনা আমাদের রয়েছে। '

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।