ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারত সফরে অ্যাবোটের বদলে অজি দলে শর্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ভারত সফরে অ্যাবোটের বদলে অজি দলে শর্ট ডি’আর্সি শর্ট

ভারত সফরে সীমিত ওভারের সিরিজে অস্ট্রেলিয়া দল থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন ফাস্ট-বোলিং অলরাউন্ডার শেন অ্যাবোট। তার পরিবর্তে নেওয়া হয়েছে ব্যাটসম্যান ডি’আর্সি শর্টকে। সাইড স্ট্রেইনের কারণে ছিটকে যান অ্যাবোট।

২০১৪ সালে এখন পর্যন্ত একটি মাত্র ওয়ানডে খেলেছেন অ্যাবোট। তবে এবারের ইনজুরিতে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন।

সম্প্রতি বিগ ব্যাশে দারুণ খেলা শর্ট এই সিরিজে জায়গা করে নিয়েছেন। তার ব্যাট থেকে লিগে দুটি ফিফটি এসেছে। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে চারটি ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান শেষটি খেলেছেন ২০১৮ সালের নভেম্বরে।

ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ১৪ জানুয়ারি মুম্বাইতে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।