এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে ঘিরে বাড়ছে আলোচনার ঝড়। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন, লিটন যদি রান পেতে শুরু করেন, তবে পুরো দল তার ছন্দে খেলতে পারবে।
হার্শা বলেন, ‘লিটন যখন ব্যাটে থাকে এবং ভালো ছন্দে থাকে, তখন দলের চেহারাই বদলে যায়। তবে শুধু লিটন নয়, মাঝের ওভারগুলোতে অন্য ব্যাটারদেরও রান করা জরুরি। এখানে লিটন আর তাওহীদ হৃদয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ’
বাংলাদেশের একাদশ নিয়েও মত দিয়েছেন হার্শা। তার মতে, ‘শেখ মেহেদীকে খেলানো যেতে পারে, বিশেষ করে শ্রীলঙ্কার দলে কতজন বাঁ-হাতি ব্যাটার আছে তা বিবেচনা করে। তাসকিন আহমেদ শেষ ম্যাচে খেলেন। ’
হার্শা আরও বলেন, ‘তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও তাসকিন—তিনজনই ভালো বোলার। ৩ জন পেসারের পরিবর্তে কতজন স্পিনার খেলবে, তা ম্যাচের আগে অধিনায়ক ও কোচদের সিদ্ধান্ত নিতে হবে। ’
তবে সবশেষে হার্শা ভোগলে জোর দিয়েছেন লিটনের ব্যাটিংয়েই। তিনি বলেন, ‘বাংলাদেশ যদি ভালো করতে চায়, তবে তারা অবশ্যই চাইবে লিটন দাস জ্বলে উঠুক এবং দলের ছন্দ বদলাতে সাহায্য করুক। ’
এফবি/এমএইচএম