এশিয়া কাপ সুপার ফোরে রোববার আবারও পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর ম্যাচ শেষে করমর্দন এড়িয়ে যায় ভারতীয় দল, যা নিয়ে তৈরি হয় বড় বিতর্ক।
মিডিয়ার এক সদস্য প্রশ্ন করেন, ‘গত ম্যাচে ভারতের ব্যাটিংয়ের পাশাপাশি বাকি সব দিকেই পারফরম্যান্স ভালো ছিল। এবারও কি একই রকম আশা করা যায়?’
প্রশ্নটি আসলে ইঙ্গিত করছিল ‘নো হ্যান্ডশেক’ বিতর্কের দিকে। সূর্যকুমার হাস্যরসের সঙ্গে উত্তর দেন, ‘ওহ, আপনি বলের পারফরম্যান্সের কথা বলছেন তো? হ্যাঁ, অবশ্যই। ব্যাট ও বল দুই দিকেই ভালো সমন্বয় ছিল। পূর্ণ দর্শকে মাঠে খেলে দারুণ লাগে। আমরা শুধু দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করি। ’
‘হাই-প্রেশার’ পাকিস্তান ম্যাচের আগে বাইরের বিতর্ক সামলানোর প্রসঙ্গেও কথা বলেন সূর্য। তার মতে, ‘হোটেলের দরজা বন্ধ করে, ফোন বন্ধ করে ঘুমানোই বাইরের শব্দ ঠেকানোর সেরা উপায়। তবে সহজ মনে হলেও বাস্তবে কঠিন, কারণ বন্ধু, ডিনার, সতীর্থদের আলোচনা—এসব এড়িয়ে চলা কঠিন। তবে কোন কথাগুলো গ্রহণ করবেন আর কোনটা নয়, সেটা খেলোয়াড়দের নিজেদের বেছে নিতে হবে। ’
তিনি আরও যোগ করেন, ‘আমি ছেলেদের কাছে পরিষ্কার করে বলেছি—ভালো খেলতে হলে বাইরের অনেক শব্দকে উপেক্ষা করতে হবে। তবে সব বন্ধ করার দরকার নেই, কারণ মাঝে মাঝে ভালো পরামর্শও পাওয়া যায় যা মাঠে কাজে লাগতে পারে। মূল ফোকাস অবশ্যই খেলায় রাখতে হবে। ’
গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৪৭ রানে দলকে জিতিয়েছিলেন সূর্যকুমার। টসে বা ম্যাচশেষে তিনি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে করমর্দন করেননি। পরে সেই জয় উৎসর্গ করেন পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার ও ভারতীয় সেনাদের। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
এমএইচএম