ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

সানজামুলের টেস্ট অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৭, জানুয়ারি ৩১, ২০১৮
সানজামুলের টেস্ট অভিষেক ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আব্দুর রাজ্জাক নয়, অভিজ্ঞ স্পিনারের বদলে টেস্ট অভিষেক হয়ে গেল সানজামুল ইসলামের। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে একাদশে সুযোগ পেয়েছেন ২৮ বছর বয়সী এই বাঁহাতি বোলার।

প্রায় চার বছর পর অনেকটা হঠাৎ করেই ডাক পান ৩৫ বছর বয়সী রাজ্জাক। সাকিব আল হাসান না থাকায় একাদশে থাকারও জোরালো সম্ভাবনা ছিল।

কিন্তু লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হলো তার।

সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে লঙ্কানদের বিপক্ষেই ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে ছিটকে যান সাকিব। তার অনুপস্থিতিতে টেস্টে টাইগারদের দশম অধিনায়ক হিসেবে নেতৃত্বের অভিষেক হলো ডেপুটি মাহমুদউল্লাহ রিয়াদের।

ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কমরাজ্জাকের সম্ভাবনা ছাপিয়ে সাদা পোশাকে নিজের সামর্থ্যের জানান দেওয়ার চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে তিনটি ওয়ানডে খেলা সানজামুল। স্পিন ঘূর্ণিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০ ম্যাচে তার নামের পাশে ২২৪টি উইকেট।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অভিষেকের দিনে রাজ্জাকের আশীর্বাদ পেয়েছেন সানজামুল। ম্যাচ শুরুর আগে মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন তিনি। এবার নিজেকে প্রমাণের পালা। টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ