ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভিলিয়ার্স ভীতিতে থাকতেন জনসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, নভেম্বর ১৯, ২০১৫
ভিলিয়ার্স ভীতিতে থাকতেন জনসন ছবি: সংগৃহীত

ঢাকা: আর এবি ডি ভিলিয়ার্সের মুখোমুখি হতে হবে না। দু’দিন আগে শেষ হওয়া পার্থ টেস্ট দিয়েই যে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল জনসন।

অজি পেসার নিজেই নিশ্চিত করেন, ক্রিকেট ক্যারিয়ারে ডি ভিলিয়ার্সের মতো এমন কঠিন ব্যাটসম্যানের মুখোমুখি হননি।

শুধুই কী জনসন? বর্তমানে বহু বোলারের কাছেই এখন ‘মূর্তিমান আতঙ্কের’ নাম ডি ভিলিয়ার্স। এবি ‍মানেই যেন প্রতিপক্ষের ঘুম হারাম হওয়ার জোগাড়! অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া টি-টোয়েন্টির লিগের সৌজণ্যে আবারো ডি ভিলিয়ার্সের মুখোমুখি হতে পারেন জনসন।

কিন্তু, এতো এতো তারকা ব্যাটসম্যান থাকতে জনসনের ডি ভিলিয়ার্স ভীতির কারণটাই বা কী? তার মুখ থেকেই না হয় শোনা যাক, ‘এবি ডি ভিলিয়ার্স। সে আমাদের প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়। ক্যারিয়ারে তার মতো এমন কঠিন ব্যাটসম্যান দেখিনি। তাকে আউট করাটা সবসময়ই চ্যালেঞ্জিং ছিল। ’

সাবেক অজি পেসার উল্লেখ করেন, ‘আমার এখনো সেঞ্চুরিয়ানের (২০১৪) টেস্ট ম্যাচটার কথা মনে পড়ে। দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়েছিলাম। কিন্তু, ডি ভিলিয়ার্স ক্রিজে নামার পরই দৃশ্যপট বদলে যায়। চাপের মুখেও সে খুব শান্তভাবে স্বাভাবিক ব্যাটিং করে। চালকের আসনে থাকলেও এরকম পরিস্থিতিতে সব কিছুই কঠিন হয়ে যায়। চ্যালেঞ্জটাও বেড়ে যায়। আন্তর্জাতিক ক্যারিয়ারে যত ব্যাটসম্যানের মুখোমুখি হয়েছি তার মধ্যে এবিই সেরা। ’

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে পাঁচবার ডি ভিলিয়ার্সের উইকেট লাভ করেন জনসন। আর ওয়ানডেতে প্রোটিয়া ব্যাটিং জিনিয়াসকে তিনবার সাজঘরে পাঠান ৩৪ বছর বয়সী এ বাঁহাতি পেসার।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।