নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে রেকর্ড ১৯৯ রানের লক্ষ্য দিয়েও বড় হার এড়ানো গেল না। সোবহানা মোস্তারির লড়াকু ফিফটিতে গড়া বাংলাদেশের প্রতিরোধকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছেন দুই অজি ওপেনার অ্যালিশা হিলি ও ফোবি লিচফিল্ড।
তাদের রেকর্ড জুটিতে ১০ উইকেটের বিশাল জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে সবার আগে পা রাখল অস্ট্রেলিয়া। অন্যদিকে, এই হারে নিগার সুলতানা জ্যোতিদের সেমিফাইনালের স্বপ্ন একরকম শেষ হয়ে গেল।
এর আগে বাংলাদেশের দেওয়া সর্বোচ্চ লক্ষ্য ছিল ১৩৬ রান। আজ বিশাখাপত্তনমে সেই রেকর্ড টপকে ১৯৮ রানের পুঁজি গড়েও কোনো লাভ হয়নি। ১৫১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এই জয়ের পথে দুই ওপেনার হিলি ও লিচফিল্ড অবিচ্ছিন্ন ২০২ রানের জুটি গড়েন, যা নারী বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ।
রেকর্ড গড়ার পথে বিধ্বংসী সেঞ্চুরি তুলে নেন অ্যালিশা হিলি। মাত্র ৭৭ বলে ২০টি চারের সাহায্যে ১১৩ রানের এক টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। অপর প্রান্তে, অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়ে ৮৪ রানে অপরাজিত থাকেন লিচফিল্ড। তার ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছক্কার মার।
এই বিশাল পরাজয়ে বাংলাদেশের সেমিফাইনালের আশা কার্যত শেষ। ৫ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে রয়েছে বাংলাদেশ। এখন শেষ দুই ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর হারের দিকে তাকিয়ে থাকতে হবে, যা প্রায় অসম্ভব। ফলে, আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়াটা এখন কেবল সময়ের অপেক্ষা।
এর আগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমে সোবহানা মোস্তারির ৬৬ রানের অনবদ্য ইনিংস এবং ওপেনার ঝিলিকের ৪৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ১৯৮ রানের লড়াকু সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু অজি ওপেনারদের দাপটের সামনে সেই লড়াই শেষ পর্যন্ত ম্লান হয়ে যায়।
এমএইচএম