ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সমতায় ফিরতে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, জুলাই ১২, ২০১৫
সমতায় ফিরতে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। ইনিংসের শুরুতে টাইগারদের হয়ে বোলিং উদ্বোধন করতে আসেন মুস্তাফিজুর রহমান।

আর প্রোটিয়াদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নেমেছেন ডি কক ও হাশিম আমলা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন দ. আফ্রিকার দলপতি হাশিম আমলা।

জুবায়ের হোসেনের পরিবর্তে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশে ঢুকেছেন রুবেল হোসেন। দ. আফ্রিকা তাদের প্রথম ওয়ানডের দলটিই রেখে দিয়েছে দ্বিতীয় ওয়ানডেতে।

সফল বিশ্বকাপ মিশন, পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরেছে স্বাগতিকরা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে সফরকারীরা প্রমাণ রেখেছে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে এক ধাপ এগিয়ে তারা। আমলা বাহিনীর এমন দাপুটে ক্রিকেটকে থামিয়ে দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজ বাঁচাতে চায় মাশরাফি বাহিনী।

বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, রুবেল হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ।

দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারডিন, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কাইল অ্যাবোট ও ক্রিস মরিস।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ১২ জুলাই ২০১৫
এমআর

** টস জিতে ব্যাটিং নিয়েছে প্রোটিয়ারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।