ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

লাহোরে পৌঁছাল বাংলাদেশ দলের প্রথম ধাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, মে ২৫, ২০২৫
লাহোরে পৌঁছাল বাংলাদেশ দলের প্রথম ধাপ ছবি: সংগৃহীত

সকল অনিশ্চয়তা কাটিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথম ধাপে লাহোরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। বাকিরা আরও দুই ধাপে পৌঁছাবে লাহোরে।

প্রথম ধাপের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও পারভেজ হোসেন ইমন। তানজিম হাসান সাকিব ছাড়াও এই দলে রয়েছেন কয়েকজন সাপোর্ট স্টাফ সদস্যও।

আগামী ২৬ ও ২৭ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। একইসঙ্গে ২৭ মে অনুষ্ঠিত হবে দুই অধিনায়কের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন। সিরিজের সবগুলো ম্যাচও হবে এই স্টেডিয়ামে। আগামী ২৮মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হওয়া সিরিজটির দ্বিতীয় ম্যাচ হবে ৩০ মে। আর শেষ ম্যাচে ১ জুন অনুষ্ঠিত হবে।  

এই সিরিজের মধ্য দিয়ে পাকিস্তান দলের নতুন প্রধান কোচ মাইক হেসনের মেয়াদ শুরু হচ্ছে। আর বাংলাদেশ দল খেলবে লিটন দাসের নেতৃত্বে। পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন সালমান আলি আগা। দলটির সহ-অধিনায়ক থাকবেন শাদাব খান।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।