ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

স্টেডিয়ামের ব্যারিকেড ভেঙে আহত ৩

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, জুলাই ৩, ২০১৫
স্টেডিয়ামের ব্যারিকেড ভেঙে আহত ৩

ফতুল্লা থেকে: খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পূর্ব ও পশ্চিম গ্যালারির ব্যারিকেড ডিঙাতে গিয়ে আহত হয়েছেন তিনজন দর্শক। এ সময় রেলিংয়ের নিচে পড়ে তারা হাত ও মাথায় আঘাত পান।

তবে কেউই গুরুতর আহত হননি।

টিকিট ছাড়া দক্ষিণ আফ্রিকা-বিসিবি একাদশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দেখার সুযোগ পেয়ে হুড়মুড়িয়ে মাঠে ঢুকতে শুরু করেন দর্শকরা।

এ সময় দর্শকরা যে যার মতো বিভিন্ন গেট দিয়ে গ্যালারিতে প্রবেশ করতে থাকেন। বেশ কয়েকজন দর্শক ঢুকে পড়েন প্রেস বক্সের নিচের অংশে। সাইড স্ক্রিনের কারণে ওই অংশে বসে খেলা দেখা যাবে না জেনে পাশের রেলিং ডিঙিংয়ে উত্তর ও দক্ষিণ গ্যালারিতে যাওয়ার চেষ্টা করলে তা ভেঙে পড়ে। আর তাতেই আহত হন তিন দর্শক।  

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।