ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

রবি’র বিজ্ঞাপনে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, জুলাই ২, ২০১৫
রবি’র বিজ্ঞাপনে টাইগাররা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় দলের ক্রিকেটাররা এবার অংশ নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড এর বিজ্ঞাপন চিত্রে। বৃহস্পতিবার (০২ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোবাইল সেবাদাতা কোম্পানিটির বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন মাশরাফি-সাকিব-মুশফিকসহ দলের ১৪ ক্রিকেটার।



বিজ্ঞাপনটির জন্য সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের ব্যাটিং দৃশ্য ধারণ করা হয়। এছাড়া কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বোলিং অ্যাকশন ধারণ করা হয় বিজ্ঞাপনটির জন্য।

সবশেষে দলের ১৪ ক্রিকেটার দৌড়ে মাঠে নামছেন আর স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ড থেকে লাল-সবুজ জার্সি জড়িয়ে, হাতে বাংলাদেশের পতাকা উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা-এভাবেই ধারণ করা হয় বিজ্ঞাপন চিত্রের কাজ।

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। এতে ক্রিকেটে বাংলাদেশের বদলে যাওয়া ও সাম্প্রতিক সাফল্যের চিত্র উঠে আসবে। বিজ্ঞাপনটির জন্য দৃশ্য ধারণ সম্পূর্ণ হয়নি। আরো একদিন শুটিংয়ে অংশ নেবেন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া সিরিজের আগে এটি টেলিভিশনে প্রচার করা হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ০২ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।