ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড অ্যাশেজ দলে রশিদ ও ফিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, জুলাই ২, ২০১৫
ইংল্যান্ড অ্যাশেজ দলে রশিদ ও ফিন

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র হওয়া সিরিজের দলই মূলত করা হয়েছে অ্যাশেজের প্রথম টেস্টের জন্য। তবে ১৩ সদস্যের এ দলে নেয়া হয়েছে আদিল রশিদ ও স্টিভেন ফিনকে।

রশিদ এখন পর্যন্ত টেস্টে অভিষেক হয়নি। কিন্তু ম্যাচে থাকতে হলে দলের অন্য স্পিনার মঈন আলী সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে তার।

এদিকে ক্রিস জর্ডান ও লাইম প্লাঙ্ককেটকে পেছনে ফেলে দলে জায়গা করে নিয়েছেন পেসার ফিন। তবে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ইনজুরিতে পড়া এ ডানহাতি এখনও পুরোপুরি সুস্থ হননি।

ইংলিশদের নতুন কোচ ট্রেভর বেইলির অধীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের অ্যাশেজ শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড। আগামী ০৮ জুলাই কার্ডিফে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলবে দু’দল।

ইংল্যান্ড টেস্ট দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), অ্যাডাম লিথ, গ্যারি ব্যালেন্স, ইয়ান বেল, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, আদিল রশিদ ও স্টিভেন ফিন।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।