ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ধনীদের তালিকায় একমাত্র ক্রিকেটার ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, জুন ৩০, ২০১৫
ধনীদের তালিকায় একমাত্র ক্রিকেটার ধোনি ফাইল ফটো

ঢাকা: ব্যবসা সংক্রান্ত ম্যাগাজিন-ফোর্বস বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকা প্রকাশ করেছে। যেখানে ভারতের নিয়মিত ওয়ানডে অধিনায়ক মহন্দ্রে সিং ধোনি শীর্ষে থাকা ১০০ তারকার মাঝে জায়গা করে নিয়েছেন।



এ তালিকায় শীর্ষস্থানটি পেয়েছেন আমেরিকান বক্সিং খেলোয়াড় ফ্লয়েড ম্যাওয়েদার। দ্বিতীয় স্থানটিও আরেক বক্সারের দখলে। ফিলিপাইনের আইকনিক বক্সার ম্যান্নি প্যাককুইয়াও এ তালিকায় দুই নম্বরে রয়েছেন।

ফ্লয়েড এক বছরে তিনশো মিলিয়ন মার্কিন ডলার আয় করে তালিকার শীর্ষস্থানটি দখল করেছেন। আর প্যাককুইয়াও বছরে আয় করেছেন ১৬০ মিলিয়ন মার্কিন ডলার।

গত বছর টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়া টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক ধোনি এ তালিকায় রয়েছেন ৮২ নম্বরে। ধোনির বছরে আয় ৩১ মিলিয়ন মার্কিন ডলার।

একমাত্র ক্রিকেটার হিসেবে ফোর্বসের শীর্ষ ১০০ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় রয়েছেন ধোনি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ৩০ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।