ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সিরিজে সমতা আনার দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৮, জুন ২৯, ২০১৫
সিরিজে সমতা আনার দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা ছবি : সংগৃহীত

ঢাকা: কলম্বো টেস্টে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন মাত্র ১৫৩ রান। হাতে রয়েছে পুরো ১০ উইকেট।

সহজ জয়ের লক্ষ্যে সোমবার (২৯ জুন) নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে লঙ্কানরা।

এর আগে গল টেস্টে ১০ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে লিড নেয় মিসবাহ-হাফিজরা।

স্কোর:
পাকিস্তান – ১৩৮ ও ৩২৯
শ্রীলঙ্কা - ৩১৫

রোববার (২৮ জুন) আগের দিনের করা দুই উইকেটে ১৭১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। চতুর্থ দিন শেষে ৩২৯ রানে অলআউট হয় সফরকারীরা। আজহার আলী টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন।

শততম টেস্ট খেলতে নামা উইনিস খান খুব বেশিদূর এগোতে পারেন নি। তার ব্যাট থেকে আসে ৪০ রান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান করেন আহমেদ শেহজাদ।

লঙ্কানদের হয়ে ধাম্মিকা প্রসাদ চারটি উইকেট দখল করেন। অভিষিক্ত দুসমান্থা চামিরা তিনটি উইকেট লাভ করেন। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস দু’টি উইকেট নেন। তবে, প্রথম ইনিংসের পাঁচ উইকেট শিকারী থারিন্ডু কুশাল কোনো উইকেট পাননি।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।