ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে সফর নিশ্চিত করলো ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, জুন ২৭, ২০১৫
জিম্বাবুয়ে সফর নিশ্চিত করলো ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: অনিশ্চয়তার মধ্যে থাকা জিম্বাবুয়ে সফর শেষ পর্যন্ত নিশ্চিত করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার (২৭ জুন) দিল্লিতে সংস্থাটির উচ্চ পর্যায়ের নির্বাচক কমিটির এক বৈঠকে সফরটি নিশ্চিত করা হয়।

তবে ধারণা করা হচ্ছে তিনটি ওডিআই ও দুটি টি-টোয়েন্টির জন্য দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক মুখপাত্র বলেন, ‘জিম্বাবুয়ে সফরকে কেন্দ্র করে ‍সোমবার (২৯ জুন) নির্বাচক কমিটি ভারতীয় দল গঠন করবে। সেই সঙ্গে অস্ট্রেলিয়া ‘এ’ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে নিয়ে ভারতীয় ‘এ’ দলের একটি ত্রি-দেশীয় সিরিজের ব্যাপারেও আলোচনা হবে। ’

এর আগে বাংলাদেশের বিপক্ষে ভারতের ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর বিভিন্ন মাধ্যম থেকে গুঞ্জন ওঠে জিম্বাবুয়ে সফর করবে না ভারত। তবে জানা যায়, সফরটির সম্প্রচারকৃত প্রতিষ্ঠান টেন স্পোর্টসের ব্যাপারে অখুশী ছিল ভারত। কারণ সহায়ক প্রতিষ্ঠান এসেল গ্রুপ একটি বিরোধী টি-২০ লিগ সম্প্রচার করতে চেয়েছিল।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।