ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আইসিসি’র ‘কীপ ক্রিকেট ক্লিন’ পদক্ষেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, জুন ২৭, ২০১৫
আইসিসি’র ‘কীপ ক্রিকেট ক্লিন’ পদক্ষেপ ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি বিশ্বক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখার পদক্ষেপ গ্রহণ করেছে। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত নিশ্চিত করতে ‘কীপ ক্রিকেট ক্লিন’ স্লোগানে এগুবে আইসিসি।



শুক্রবার (২৭ জুন) বার্বাডোজে আইসিসি’র বার্ষিক সভায় এ পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হয়।

আইসিসি’র এ পদক্ষেপের ফলে ক্রিকেটে দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডের নেতিবাচক চিন্তা দূর হবে। সংস্থাটির দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ) সব ধরণের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডে আরও বেশি ভূমিকা পালন করবে।

বৈঠকে বলা হয়, এসিইউ এবং আইসিসি’র সদস্য দেশগুলোর ঘরোয়া দুর্নীতি বিরোধী সংস্থার মধ্যে সমন্বয়ের ব্যবস্থা করা হবে। সেখানে আরও জানানো হয়, ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে আন্তর্জাতিক একটি প্যানেল গঠন করা হবে। আইসিসি ও সদস্য দেশগুলো সেখানে ট্রাইব্যুনাল গঠনের জন্যে সদস্য নিতে পারবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ক্রিকেটের বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত এনশ্রীনিবাসন। আইসিসি’র এ চেয়ারম্যান বলেন, আমরা ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে আন্তরিক ভাবে চেষ্টা করে যাব। এতে দুর্নীতির ঝুঁকি কমে যাবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ২৭ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।