ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার কোচের পদে ফিরতে পারেন ফোর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৬, জুন ২৬, ২০১৫
শ্রীলঙ্কার কোচের পদে ফিরতে পারেন ফোর্ড ছবি : সংগৃহীত

ঢাকা: দ্বিতীয় মেয়াদে শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হতে পারেন গ্রাহাম ফোর্ড। এর আগে তিনি ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৪’র জানুয়ারি পর্যন্ত লঙ্কানদের কোচের দায়িত্বে ছিলেন।



গত বছর শ্রীলঙ্কার কোচের পদ ছাড়ার পর ইংলিশ কাউন্টি ক্লাব সারের কোচ হন ফোর্ড। লঙ্কান ব্যাটিং জিনিয়াস কুমার সাঙ্গাকারা ফোর্ডের অধীনে সারের হয়ে খেলেছেন। এই বাঁহাতি অভিজ্ঞ ব্যাটসম্যান ২০১৫ ও ২০১৬ মৌসুমের জন্য কাউন্টি ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ।

ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে জানা যায়, ফোর্ড শ্রীলঙ্কার কোচের পদে ফিরলে সাঙ্গাকারা তার আন্তর্জাতিক ক্যারিয়ারটা দীর্ঘায়িত করতে পারেন। এর আগে আগামী আগস্টে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বলে তিনি ঘোষণা দিয়েছিলেন।

জানা যায়, পুনরায় লঙ্কানদের কোচ হওয়া নিয়ে কিছুটা শঙ্কায় ভুগছেন ফোর্ড। শ্রীলঙ্কার ক্রিকেটীয় রাজনীতি নিয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন। তবে লঙ্কান ক্রিকেট বোর্ড তার সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি করলে তিনি কোচ হতে রাজি হবেন।

মারভান আতাপাত্তু বর্তমানে শ্রীলঙ্কার কোচের পদে আছেন। আগামী বছর তার চুক্তির মেয়াদ শেষ হবে। কিন্তু, তার অধীনে লঙ্কানদের পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় এ বছরের সেপ্টেম্বরে হেড কোচ থেকে তিনি টেকনিক্যাল কোচ হতে পারেন।

দক্ষিণ আফ্রিকান কোচ ফোর্ডের অধীনে ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রানারআপ হয় শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।