ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সহজ জয় পেয়েছে এশিয়া প্যাসিফিক

স্পোর্টস টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, জানুয়ারি ২৪, ২০১৫
সহজ জয় পেয়েছে এশিয়া প্যাসিফিক ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোহম্মদপুরের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর খেলার মাঠে অষ্টম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ৫ উইকেটে হারিয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশকে।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গ্রিন ইউনিভার্সিটি।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১২০ রান সংগ্রহ করে।

দলের হয়ে সর্বোচ্চ রান করেন সিম্মোন। ২৩ বলে তিনটি চারের সাহায্যে তিনি ৩১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে সুমনের ব্যাট থেকে। আরিফ ১৭ ও ওপেনার পলাশ ১২ রান করেন।

১২১ রানের সামান্য টার্গেটে ব্যাট করতে নেমে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ১৭.৫ ওভার খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ৬ উইকেটের সহজ জয় তুলে নিতে এশিয়া প্যাসিফিকের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার শুভাশিষ।

৪৩ বলে ধীর গতির ব্যাটিং করে ৩০ রান করেন শুভাশিষ। আরেক ওপেনার নাহিদ করেন ২২ রান। এছাড়া বদরুল ২০ রান করে অপরাজিত থাকেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ক্রিকেটের মাধ্যমে সৌহার্দ্য সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে অষ্টম ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেটে। আর এই টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলানিউজটোয়েন্টিফোর।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ