আবার ইতিহাস গড়ল নেপাল। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ম্যাচ জেতার পর এবার দ্বিপাক্ষিক সিরিজও জিতল তারা।
প্রথম ম্যাচে ১৯ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে আরও দুর্দান্ত পারফরম্যান্স দেখাল তারা। তিন ম্যাচের সিরিজে আর হারার ভয় নেই, বরং সামনে সুযোগ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার।
ব্যাট হাতে উজ্জ্বল ওপেনার আসিফ শেখ (অপরাজিত ৬৮) ও মিডল অর্ডারের সুন্দরীপ জোরা (৬৩)। দুজনের জুটিতে নেপাল তোলে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান। জবাবে ক্যারিবীয়রা ৮৩ রানে গুটিয়ে যায়। বল হাতে মোহাম্মদ আদিল আলম নেন ৪ উইকেট।
এ জয় অ্যাসোসিয়েট দলের ইতিহাসে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের জয়। ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত নেপালের অধিনায়ক রোহিত পাউডেল বললেন, ‘আমরা ভীষণ খুশি। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জিততে অনেক পরিশ্রম করতে হয়। আর মাত্র দুই দিনের মধ্যে সিরিজ জেতা আমাদের জন্য দারুণ এক অনুভূতি। ’
তিনি আরও যোগ করেন, ‘এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা সারা বিশ্বের সামনে নিজেদের ক্রিকেট ও প্রতিভা প্রদর্শন করতে চাই। গত দুই–তিন বছর আমরা যেভাবে খেলছি, এখন অনেকের নজর আমাদের দিকে। আশা করি, সামনে টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে আরও বেশি খেলতে পারব। ’
আগামী মাসে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক ফাইনাল। সেখানে ভালো করতে এই জয়ে বাড়তি আত্মবিশ্বাস পেল নেপাল।
নেপাল অধিনায়ক বলেন, ‘আমরা চাই সিরিজটা হোয়াইটওয়াশ করে শেষ করতে। তবে তার জন্য আবার নতুনভাবে শুরু করতে হবে। এই ধারাবাহিকতা ধরে রেখে আমরা বিশ্বকাপের বাছাইপর্বে যেতে চাই এবং ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা করে নিতে চাই। ’
তৃতীয় ও শেষ ম্যাচও হবে শারজাহতেই, মঙ্গলবার।
এমএইচএম