ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বিশ্রামে স্টেইন, আমলা ও ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
বিশ্রামে স্টেইন, আমলা ও ভিলিয়ার্স ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচে বিশ্রামে থাকবেন দক্ষিন আফ্রিকার স্ট্রাইক বোলার ডেল স্টেইন। স্বাগতিকরা ইতিমধ্যে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে।



দলটির নির্বাচকরা আগামীকাল অনুষ্ঠিত সেন্ট জর্জ পার্কের চতুর্থ ম্যাচের জন্য দলের ইনফর্ম ব্যাটসম্যান হাশিম আমলাকেও বিশ্রাম দিয়েছে। এদিকে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স চতুর্থ ম্যাচে থাকলেও বুধবার সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

প্রোটিয়ারা তৃতীয় ওয়ানডেতে ক্যারিবীয়ানদের বিপক্ষে নয় উইকেটের বিশাল জয় পেয়েছিল। এর আগে প্রথম ম্যাচে ৬১ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ১৪৮ রানের জয় পেয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।