ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

দেশের ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত, ছেলেদের সমান ভাতা পাবেন নারীরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, অক্টোবর ১৫, ২০২৫
দেশের ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত, ছেলেদের সমান ভাতা পাবেন নারীরা সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটতে চলেছে। প্রশংসনীয় এক পদক্ষেপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেদের সমান করার সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে আর্থিক সুযোগ-সুবিধায় পিছিয়ে থাকা নারী ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটলো।

সম্প্রতি নারী দলের অধিনায়ক নিগার সুলতানার জ্যোতি বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে পুরুষ দলের সঙ্গে থাকা ব্যবধান নিয়ে কথা বলেছিলেন। এর পরপরই এলো এই ইতিবাচক সিদ্ধান্ত।

বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এখন থেকে দ্বিপক্ষীয় সিরিজের সফরে ছেলেরা যে হারে ভাতা পান, মেয়েরাও ঠিক একই হারে পাবেন। এতদিন মেহেদি হাসান মিরাজরা দৈনিক ১১৫ ডলার (ভাতা ৭৫ ডলার + ট্যুর ফি ৪০ ডলার) পেলেও, নিগার সুলতানা জ্যোতিরা পেতেন মাত্র ৭৫ ডলার। নতুন এই সিদ্ধান্তে সেই বৈষম্য আর থাকছে না।

নারী বিভাগ সূত্রে জানা গেছে, বিসিবির সর্বশেষ বোর্ড সভায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের বিশেষ উদ্যোগে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি অনুমোদন করা হয়। এই পদক্ষেপ নারী ক্রিকেটকে নিঃসন্দেহে আরও এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ